পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ সাগর দত্ত হাসপালের পর এবার দক্ষিণ চব্বিশ পরগণার ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসায় গাফিলতির জেরে রোগীমৃত্যুর অভিযোগকে ঘিরে শোরগোল ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালবেলা থেকেই মৃতের পরিজনেরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান। মৃতের নাম ভুবন মণ্ডল।
পরিবার সূত্রে খবর, গতকাল বিকেলবেলা ভুবনবাবু বাড়িতে অসুস্থ হয়ে পড়লে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা কোনোরকমে চিকিৎসা করে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়। আর চিকিৎসকেরা জানান, “ভুবনের কিছুই হয়নি।” এদিকে ভুবনবাবুর স্ত্রীর দাবী, “স্বামী ক্যানসারে আক্রান্ত ছিল। দীর্ঘ দিন ধরে চিকিৎসা চলছিল। গতকাল শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। অক্সিজেনের প্রয়োজন ছিল। তাই হাসপাতালে রেখে অক্সিজেন দেওয়ার জন্য অনুরোধও করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
তবে চিকিৎসকেরা সে কথায় কর্ণপাত না করায় ওই অবস্থাতেই ভুবনবাবুকে বাড়ি নিয়ে যেতে হয়।” কিন্তু সোমবার ভোরবেলা আবার ভুবনবাবু অসুস্থ হয়ে পড়লে আবারও পরিবারের সদস্যরা ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মৃতের পরিবার চিকিৎসকদের চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে কঠোর শাস্তির দাবী জানিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here