অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বিনোদ খান্না, অমিতাভ বচ্চন, রজনীকান্ত থেকে আশা পারেখ সহ বহু গুণীজনই দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন। এবার এই তালিকায় অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম জুড়তে চলেছে। আজ সকালে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সুখবরটি ঘোষণা করলেন।
এদিন নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “মিঠুনদার অসাধারণ অভিনয় যাত্রা পরবর্তী সব প্রজন্মের কাছে অনুপ্রেরণা। আনন্দের সঙ্গে ঘোষণা করছি দাদাসাহেব ফালকে জুরি থেকে ঠিক করা হয়েছে এ বছর শ্রী মিঠুন চক্রবর্তীকে দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। চলতি বছরের ৮ ই অক্টোবর ৭০ তম আন্তর্জাতিক ন্যাশানাল ফিল্ম অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠিত হবে।” কিন্তু এই খবর ঘোষণার পর এখনো অভিনেতার তরফে কোনো প্রতিক্রিয়া আসেনি।
যদিও এদিন কলকাতাতেই মিঠুন চক্রবর্তী ছবির শুটিং করছেন। তবে খবরটা ঘোষণা হওয়ার পর গোটা টলিউড আনন্দে মুখরিত। ছবির সেটে উচ্ছ্বাস ফেটে পড়েছে। দুপুরবেলা মিঠুন চক্রবর্তী শুটিংয়ে পৌঁছাবেন। অভিনেতা রুদ্রনীল ঘোষ থেকে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় সহ অনেকেই অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন। ১৯৭৬ সালে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে মিঠুন চক্রবর্তীর অভিনয় যাত্রার শুরু।
মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবির মাধ্যমে মিঠুন চক্রবর্তীর অভিনয়ের হাতেখড়ি হয়েছিল। প্রথম ছবিতেই সেরা অভিনেতার পুরস্কার ঝুলিতে আসে। তাঁকে জাতীয় পুরস্কারে পুরস্কৃত করা হয়। এরপর গত ৪৮ বছর ধরে বিভিন্ন ছবির মাধ্যমে দর্শককে আনন্দ দিয়ে এসেছেন।