অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আবারও রোগী মৃত্যুকে ঘিরে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে উত্তেজনা ছড়িয়েছে। আর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রোগীর পরিবার-পরিজনেরা চিকিৎসকদের উপর চড়াও হন। তবে হাসপাতালে উপস্থিত পুলিশ কর্মীরা ঘটনা সামাল দেওয়া চেষ্টা করেন। এই ঘটনায় এক জন পুলিশকর্মী ও দু’জন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন।
জানা গেছে, গতকাল ৩৬ বছর বয়সী রঞ্জনা সাউ নামে এক জন মহিলাকে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে নিয়ে আসা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার পরেও রোগীর কোনো চিকিৎসা হয়নি। ঘণ্টার পর ঘণ্টা ফেলে রাখা হয়েছিল। শেষে রঞ্জনা দেবীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্বাস্থ্যকর্মীরা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছিলেন। তবে তাতেও লাভ হয়নি। আর হাসপাতালেই মৃত্যু হয়। এরপর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে শোরগোল শুরু হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এদিকে, চিকিৎসকরা রোগীর পরিজনদের সঙ্গে বাক্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এমনকি ধাক্কাধাক্কিও চলে। এরই মধ্যে স্বাস্থ্যকর্মীরা চিকিৎসকদের বাঁচাতে গেলে স্বাস্থ্যকর্মীরা নিজেরাই আহত হন। আর উত্তেজনা সামাল দিতে গিয়ে তাদের এক জন স্বাস্থ্যকর্মীও উত্তেজিত জনতার হাতে আহত হয়েছেন। অন্যদিকে, সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা নিরাপত্তার অভাবের অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দিলেন।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের আট জন প্রতিনিধিও ওই হাসপাতালে পৌঁছে গিয়েছেন। উল্লেখ্য, সপ্তাহ খানেক আগেও ওই হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। অভিযোগ উঠেছিল, “জরুরী বিভাগে মত্ত এক জন চিকিৎসক আড়াই ঘণ্টার বেশী সময় ধরে রোগীকে চিকিৎসা না করে ফেলে রেখেছিলেন। ইসিজি করিয়েছিলেন, কিন্তু রিপোর্টে কি ছিল তা জানানো হয়নি।” আর ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও হাসপাতালে মৃত্যুর ঘটনা ঘটেছে।