নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ এবার পুজোর মরসুমে জমিয়ে খান পদ্মার ইলিশ। দীর্ঘ টালবাহানার পর এবার হাওড়ায় বাংলাদেশের ইলিশ এসেছে। আজ সকাল থেকেই হাওড়ার পাইকারী বাজারে বাংলাদেশের ‘রুপোলি শস্য’ বিক্রি হচ্ছে। আর পুজোর আগে বাজারে পদ্মার ইলিশ ঢোকায় ক্রেতা থেকে বিক্রেতা সকলেই খুব খুশী। পাইকারী বিক্রেতারা জানান, ‘‘মোট দশ মেট্রিক টন ইলিশ হাওড়ায় এসেছে। এদিনের মধ্যেই জেলার সমস্ত খুচরো বাজারে মাছ পৌঁছে যাবে।”
এদিন সকালবেলা থেকে হাওড়ার পাইকারী বাজারে ইলিশ প্রতি কেজি ১ হাজার ৪৫০ টাকা থেকে ১ হাজার ৬০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। কিন্তু খুচরো বাজারে দাম আরো বাড়বে। কলকাতার ‘ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ এর সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ অবশ্য বলেন, ‘‘জোগান বাড়লে পুজোর আগে ইলিশের দাম কমতে পারে। ফলে পুজোয় মধ্যবিত্তের পাতেও ইলিশ পড়বে।”
Sponsored Ads
Display Your Ads Here
অর্থাৎ তবে জোগান ও চাহিদার উপরে এই দাম ওঠাপড়া করবে। এখনো অবধি বাংলাদেশ থেকে রাজ্যে মোট চল্লিশ মেট্রিক টন ইলিশ এসেছে। গতকাল পেট্রাপোল সীমান্ত হয়ে এদেশে বাংলাদেশের ইলিশ ঢুকেছে। আর এদিন পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর হয়ে আরো কিছু পরিমাণ ইলিশ রাজ্যে ঢুকতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here