নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ ফের শিরোনামে উঠে এলো মেদিনীপুরের পাঁশকুড়া। এবার পাঁশকুড়ার পুরুষোত্তমপুর এলাকায় নদী বাঁধ ভেঙে গিয়ে এলাকায় প্রচুর পরিমাণে জল প্রবেশ করছে। ফলে এন ডি আর এফের প্রতিনিধি দল (ন্যাশানাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) জলবন্দি মানুষকে উদ্ধারের কাজে নেমে পড়েছে। এদিকে, ঘূর্ণাবর্ত-অক্ষরেখার জন্য বৃষ্টির জেরে পুজোর মুখে ফের দুর্যোগের শঙ্কা শুরু হয়েছে। এই জোড়া আক্রমণের ফলে বৃষ্টি-বাঁধের জলে আবারও প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।
আজ আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। একদিনে দু’শো মিলিমিটার অবধি বৃষ্টির আশঙ্কা থাকছে। এদিন কলকাতা সহ দশটি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকছে। অন্যদিকে, পাঁশকুড়ায় এলাকার বাড়িগুলির একতলা অবধি ডুবে গিয়েছে। একটানা আট দিন ধরে এলাকাবাসীর থাকার অস্থায়ী ঠিকানা নদীর বাঁধ হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু এই বৃষ্টির কারণে আবারও পাঁশকুড়াবাসীর আতঙ্ক বাড়ছে। ইতিমধ্যে বৃষ্টির জেরে নদীতে জল বেড়েছে। এখানকার এলাকাবাসীরা নদীর জলস্তর কমতে কিছুটা স্বস্তি পেয়েছিলেন। আর নদী বাঁধে আশ্রয় নেওয়া এলাকাবাসীরাও ধীরে ধীরে বাড়ি ফিরতে শুরু করেছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here