নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুরঃ গতকাল দুর্গাপুরের ২৭ নম্বর ওয়ার্ডের নিউ স্টেট ডাইরীর কাছে বিজেপির মহিলা কর্মীর ওপর বাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মীর নাম ঝুমা চক্রবর্তী। ইতিমধ্যে ঝুমাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বিজেপির তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়।
আজ এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির কর্মী-সমর্থকরা নিউটাউনসিপ থানায় বিধাননগর ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায়। এদিকে, চব্বিশ ঘণ্টা পেরিয়ে যাবার পরেও পুলিশ কোনো সদর্থক ভূমিকা দেখাতে না পারায় বিজেপি পুলিশকে ৪৮ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবী জানায়। অন্যদিকে, তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবী করেছেন, “এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। আবার পুরোনো কোনো শত্রুতাও থাকতে পারে।”
Sponsored Ads
Display Your Ads Here