নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ বন্যার জলে হুগলীর একাধিক জায়গা ডুবে রয়েছে। আরামবাগের খানাকুল, পুরশুড়ার গোঘাট, তারকেশ্বর জাঙ্গীপাড়া সহ বলাগড়ের অনেক গ্রাম প্লাবিত হয়েছে। আর বন্যা কবলিত এই এলাকাগুলিতে এবার মারাত্মক সাপের আতঙ্ক ছড়াচ্ছে। ফলে বাসিন্দাদের চোখের ঘুম উড়েছে। এক সপ্তাহের মধ্যে ৩৯ জন সাপের ছোবলের কবলে পড়েছে। বলাগড়ে ৭ জনকে সাপে কেটেছে। আর পোলবায় ষোলোটি গোখরো সাপের ডিম উদ্ধার হয়েছে।
বন্যার জলে হুগলীর প্রায় আটটি ব্লক প্লাবিত হয়েছে। আর ওই জলের সঙ্গে বাড়িতে ক্রমাগত সাপ ঢুকে পড়ছে। ইতিমধ্যে আহতদের জিরাট আহমেদপুর হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। বলাগড় ব্লকের বিএমওএইচ জয়দীপ বড়ুয়া বলেন, “দুর্যোগের সময় যাদের সাপে কামরায়। তারা প্রত্যেকেই ভালো আছেন। জল নামতে শুরু করেছে। সব জায়গায় ব্লিচিং দেওয়া হচ্ছে।”
অন্যদিকে, একজন কর্মী পোলবা বিডিও অফিসের চৌহদ্দিতে থাকা জঙ্গল পরিষ্কার করার সময় কৃষি দপ্তরের একটি পরিত্যক্ত ঘরের ছাদে উঠতেই গোখরো সাপ সহ তার ষোলোটি ডিম দেখতে পান। এরপর সর্প উদ্ধারকারী অরিন্দম চক্রবর্তীকে খবর দেওয়া হলে তিনি এসে ষোলোটি ডিম উদ্ধার করেন।” অরিন্দমবাবু জানান, “বন দপ্তরে চিঠি করে ডিম গুলো ফোটানোর ব্যবস্থা করব। সাপের জন্ম হলে সেগুলোকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে।”