নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালী গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রীর আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে খোদ তৃণমূল পঞ্চায়েত প্রধান কাটমানি নিয়েছিলেন। কিন্তু দলের কোপের মুখে পড়ে ওই টাকা ফেরত দেওয়ার চেষ্টা করতে গিয়ে সবাইকে টাকা ফেরত দিতে না পেরে চরম বিপাকে পড়লেন।
অভিযোগ, “তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের প্রধান নুড়ি বেগম প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেবেন বলে প্রায় কয়েক শতাধিক উপভোক্তাদের কাছ থেকে দশ হাজারেরও বেশী টাকা কাটমানি হিসেবে নিয়েছিলেন। তবে ঘর দিতে পারেননি। এরপর তৃণমূলের উপরতলায় নুড়ি বেগমের বিরুদ্ধে অভিযোগ জমা পড়লে তৃণমূল নেতৃত্ব তাকে প্রধান পদ থেকে ইস্তফা দিতে বলে। এমনকি দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু নুড়ি বেগম পদ ছাড়তে নারাজ। কোনোভাবেই পঞ্চায়েতের প্রধান পদ থেকে ইস্তফা দেননি। উল্টে এদিন সাধারণ মানুষের টাকা ফেরাতে দেখা যায়।
তবে অনেকেই কাটমানির টাকা ফেরত না পেয়ে পঞ্চায়েত অফিসের সামনে নুড়ি বেগমকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন। পুলিশ এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রধানকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আবার বিক্ষোভকারীরা পিছু নিতেই পুলিশ পাল্টা প্রতিরোধ করে। আর এলাকায় উত্তপ্ত থাকায় আপাতত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে এদিন নুড়ি বেগম জানান, “প্রশাসনের তরফে এই টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে থাকতেও বলা হয়েছিল। আর এই টাকা তার আমলের নয়।”