চয়ন রায়ঃ কলকাতাঃ আজ সন্ধ্যাবেলা জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে থেকে আবার সাংবাদিক বৈঠক করে হুঁশিয়ারীর সুরে জানান, ‘‘দরকারে আরো তেত্রিশ দিন রাস্তায় পড়ে থাকবেন।’’
জুনিয়র চিকিৎসকেরা সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘‘আমরা নবান্নের দুয়ারে পৌঁছে গিয়েছিলাম। কি চেয়েছিলাম? আমাদের বোনের সাথে যে জঘন্য ঘটনা ঘটে গিয়েছে, তার বিচার। ভবিষ্যৎ এ যাতে এমন ঘটনা আর না ঘটে, তার নিশ্চয়তা। তা নিশ্চিত করার জন্য যারা এই ঘটনার সাথে জড়িত, যারা ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিলেন, তাদের শাস্তি চেয়েছিলাম। মুখ্যমন্ত্রীর চেয়ারের উপর ভরসা রেখেই আমরা গিয়েছিলাম। গত তেত্রিশ দিন ধরে আমরা রাস্তায়। দরকারে আরো তেত্রিশ দিন রাস্তায় পড়ে থাকব। কিন্তু বিচার আমাদের চাই। আমরা চেয়ার চাই না।’’
আজ জুনিয়র চিকিৎসকদের বত্রিশ জন প্রতিনিধি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করতে নবান্নে গিয়েছিলেন। কিন্তু জুনিয়র চিকিৎসকরা এই বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে চাইলে রাজ্য সরকারের তরফে লাইভ স্ট্রিমিংয়ের অনুমতি না দেওয়ায় বৈঠক হয়নি। ফলে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা নবান্নের দুয়ার থেকে ফিরে আবার স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান মঞ্চেই ফিরে গিয়ে ধর্নায় বসেন।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠকের জন্য দু’ঘণ্টার বেশী সময় বসেছিলেন। তবে বৈঠক না হওয়ায় সাংবাদিক বৈঠক করে বলেছেন, ‘‘তিনি পদত্যাগ করতে রাজি। কিন্তু কিছু মানুষ বিচার চাইছেন না। ক্ষমতায় চেয়ার চাইছেন।’’ পাশাপাশি রাজ্যে অচলাবস্থা কাটাতে না পারার জন্য বাংলার মানুষের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন।