নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল হাওড়ার বঙ্কিম সেতুতে হাওড়া-শিয়ালদা রুটের একটি দাঁড়িয়ে থাকা বেসরকারী বাসে অপর একটি বাসের ধাক্কা লাগতেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়।
জানা গেছে, বঙ্কিম সেতুর উপর দাঁড়িয়ে থাকা বাসটিতে অপর দিক থেকে দ্রুত গতিতে আসা উল্টোডাঙা রুটের একটি মিনি বাস সজোরে ধাক্কা দেয়। ফলে বেশ কয়েক জন আহত হয়েছেন। এরপর আহতদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। এদের মধ্যে চার জন গুরুতর আহত হয়েছেন। তারা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক বলে জানা যাচ্ছে। আর প্রত্যেকেই বর্ধমানের বাসিন্দা বলে জানা গিয়েছে। এদিন সকলের শালিমার থেকে ট্রেনে করে চেন্নাই যাওয়ার কথা ছিল। স্টেশনে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে।
পাশাপাশি হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দু’টি বাস সহ চালক ও কন্ডাক্টরকে আটক করেছে। উল্লেখ্য যে, বেপরোয়া গতির জেরে বারবার দুর্ঘটনা ঘটেছে। বারবার গতি নিয়ে সতর্ক করা সত্ত্বেও কোনো লাভ হয়নি।