অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ নিয়োগ দুর্নীতি মামলায় আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে চারটি শর্তের সাপেক্ষে জামিন দিয়েছেন। শর্তগুলি হলো-মানিক ভট্টাচার্যকে তদন্তকারী অফিসারকে মোবাইল নম্বর দিতে হবে। নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে। কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা যোগাযোগ করার চেষ্টা করা যাবে না। কোনো সাক্ষীর উপরে প্রভাব খাটানো বা হুমকি দেওয়া যাবে না। এছাড়া তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতে পারবেন না।
নিয়োগ দুর্নীতি মামলায় ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) পাশাপাশি সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) তদন্ত করছে। কিন্তু তিনি সুপ্রিমকোর্টে রক্ষাকবচ পেয়ে যাওয়ায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়নি। উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে মানিক ভট্টাচার্যকে ইডি গ্রেফতার করেছিল। তবে মানিক ভট্টাচার্য জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
এদিকে আদালতে ইডি জানিয়েছিল, তার ছোটো ভাইয়ের বয়ানকে হাতিয়ার করে জামিনের বিরোধীতা করা হচ্ছে। ইডির এই বক্তব্য শোনার পর মানিক ভট্টাচার্য কেঁদে ফেলে জানান, ‘‘গ্রেফতারীর সময় ভাই সিবিআইকে কি বলেছেন, জামিনের ক্ষেত্রে তা বিবেচ্য হওয়া উচিত নয়।’’ এর আগে প্রাথমিক নিয়োগের মামলায় তদন্তে অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন, ‘‘তৈলাক্ত বাঁশ বেয়ে আমি দু’ফুট করে উঠছি। এক ফুট করে নামছি।’’
মূলত মানিক ভট্টাচার্যের ইডির বিরুদ্ধে অভিযোগ ছিল, ‘‘বার বার তাঁর বিরুদ্ধে চার্জশিট গঠনের সময়ে ইডি দাবী করছে যে, তাদের তদন্ত চলছে। এতে জামিন পেতেও অসুবিধা হচ্ছে। ইডির তদন্তে তিনি হতাশ। তাঁর বিরুদ্ধে ইডির কাছে কোনো প্রমাণও নেই।’’ এর আগে মানিক ভট্টাচার্য জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু শীর্ষ আদালত জামিনের আবেদন মঞ্জুর করেনি।
বলা হয়েছিল, ওই জামিন মামলার ত্রুটি সংশোধন করে হাইকোর্টে আবেদন করতে হবে। সেই মতো উচ্চ আদালতে জামিন চেয়ে মামলা করেন। পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও পুত্র শৌভিক ভট্টাচার্যকে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে হাইকোর্ট শতরূপা ভট্টাচার্যকে জামিন দেয়। আর শৌভিক সুপ্রিমকোর্ট থেকে জামিন পান। তবে মানিক ভট্টাচার্যের জামিন হয়নি। গত ২৯ শে আগস্ট হাইকোর্টে মানিক ভট্টাচার্যের জামিন মামলার শুনানি শেষ হলেও ওই দিন শুনানি শেষ হওয়ার পর রায়দান স্থগিত রাখা হয়েছিল।