নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের জামিনে বীরভূমে তৃণমূলের নেতা-কর্মীরা অত্যন্ত খুশী। আর এই আনন্দের জেরে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতা আব্দুল করিম খান নানুনের আটকুলার গ্রামবাসীকে পাত পেড়ে খাওয়ালেন। খাবারের তালিকায় ভাত, আলুপোস্ত, মাংস ও চাটনী ছিল।
প্রসঙ্গত, সম্প্রতি অনুব্রত মণ্ডল গোরু পাচার মামলায় সিবিআইয়ের (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) দায়ের করা মামলায় জামিন পেয়েছেন। ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) দায়ের করা মামলায় দীর্ঘকাল জেলবন্দি থাকার পর আজ সুকন্যার শর্তসাপেক্ষে জামিন হয়েছে। এরপরেই বীরভূমের তৃণমূল নেতা-কর্মীরা আনন্দে আত্মহারা। আর তাতেই আব্দুল করিম খান সমগ্র গ্রামবাসীকে মধ্যাহ্ন ভোজ খাওয়ালেন। প্রসঙ্গত, গত বছর এপ্রিল মাসে সুকন্যা ইডির হাতে দিল্লিতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হয়ে তিহাড় জেলে ছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
বেশ কয়েক বার জামিনের আবেদন করলেও সদুত্তর মেলেনি।ইডির দাবী, “সুকন্যা জিজ্ঞাসাবাদের সময় অসহযোগীতা করেছেন।” তবে এবার প্রায় পনেরো মাস জেলবন্দি থাকার পরে অবশেষে এদিন দিল্লি হাইকোর্টের বিচারপতি নীনা বনশল কৃষ্ণা দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে সাময়িক জামিন দিয়েছে। শর্ত অনুযায়ী, এই মামলার শুনানির সময় সুকন্যাকে নিম্ন আদালতে হাজির থাকতে হবে। মামলা চলাকালীন অনুমতি ছাড়া বিদেশেও যেতে পারবেন না।
Sponsored Ads
Display Your Ads Here