নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আর জি কর কাণ্ডের আবহে যখন গোটা রাজ্য সরগরম, সেই আবহেই গত রবিবার ১৫ বছর বয়সী এক নাবালিকাকে শ্লীলতাহানির অপরাধে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গত রবিবার নাবালিকাকে এক পরিচিতের জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। আর সেখানেই নাবালিকাকে নেশা করিয়ে তার আপত্তিকর ছবি তোলা হয়। এমনকি শ্লীলতাহানিও করা হয়। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলে ইতিমধ্যে পুলিশ পাঁচ জন অভিযুক্তকে গ্রেফতার করে। আর তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত চালানো হচ্ছে। আর জি কর কাণ্ডের পরেও রাজ্যে একের পর এক নারী নির্যাতনের অভিযোগ উঠে আসায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here