নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল রাতে বর্ধমানের কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানায় দুই জন যুবক চুরি করতে ঢুকে সিআইএসএফের হাতে ধরা পড়ে প্রহৃত হওয়ার পর এক জনের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বাসিন্দারা দুই জন যুবককে কারখানার বাইরে পাঁচিলের পাশে এলসি মোড়ের কাছে পড়ে থাকতে দেখেন। একজন গুরুতর আহত ও অন্যজন মৃত। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দু’জনকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম ভিকি রুইদাস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে মহম্মদ লডন।
Sponsored Ads
Display Your Ads Here
বাসিন্দাদের দাবী, “ভিকি এবং লডন কারখানায় লোহা চুরি করতে ঢুকেছিল। কিন্তু সিআইএসএফের হাতে ধরা পড়তেই রাতভর মারধর করা হয়। এরপর দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় বাইরে ফেলে দেওয়া হয়।” এলাকাবাসীরা এই ঘটনার প্রতিবাদে কুলটি সেল গ্রোথ কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান। তবে পুলিশী হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
Sponsored Ads
Display Your Ads Here