নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ বলাগড়ের সিজা কামালপুরে হাত-পা বাঁধা অবস্থায় ১ জন পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম সাগর শেখ। বয়স ২৩ বছর। বাড়ি মুর্শিদাবাদের ভগবানগোলা থানার হনুমন্তনগরে। এই ঘটনাকে কেন্দ্র করে সাগরের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যাচ্ছে, অতি সম্প্রতি পঁচিশ জন পরিযায়ী শ্রমিক এখানে পিএইচই জলের পাইপ লাইনের কাজে এসে সিজা কামালপুর বাসস্ট্যান্ডের কাছে একটি সুপার মার্কেটে থাকছিল। এদিন সেখানেই একটি ঘরে হাত-পা বাঁধা অবস্থায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে প্রথমে জিরাট আহমেদপুর হাসপাতালে পাঠায়। পরে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, সাগরকে খুন করা হয়েছে। এদিকে, এই ঘটনার পর কয়েকজন শ্রমিক পালিয়ে যাচ্ছিলেন। স্থানীয়রা তা জানতে পেরে পুলিশকে জানালে পুলিশ তাদের আটক করেছে। সব মিলিয়ে এই ঘটনায় মোট কুড়ি জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তথ্য জানার চেষ্টা চলছে। পাশাপাশি এই মৃত্যুর সাথে ওই শ্রমিকরা জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here