Indian Prime Time
True News only ....

নদীবাঁধে ধস নেমে গোসাবায় রাতভর চললো মেরামতির কাজ

- sponsored -

- sponsored -

- Slide Ad -

পিঙ্কি পালঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল রাতেরবেলা দক্ষিণ চব্বিশ পরগণার গোসাবার পাখিরালয় এলাকায় হঠাৎ নদীবাঁধে ধস নামে। এতে প্রায় একশো ফুট এলাকা জুড়ে গোমর নদীর বাঁধ ধসে যায়। এই ঘটনায় এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়দের আশঙ্কা ছিল, নদীর জল লোকালয় সহ চাষের জমিতে ঢুকে পড়বে।

ফলে দ্রুত সেচ দপ্তরের কর্মীদের খবর দেওয়া হলে সেচ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে বাঁধ মেরামতির কাজ শুরু করেন। আর রাতভর মেরামতি চালানো হয়। পাশাপাশি ব্লক প্রশাসনকেও খবর দেওয়া হয়। আপাতত এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে এলাকাবাসীদের দাবী, “বার বারই এই বাঁধ ভেঙে সমস্যায় পড়তে হয়। শক্তপোক্ত বাঁধ গড়ে তোলা হোক। নয়তো আবার বিপত্তি হতে পারে।”

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

প্রসঙ্গত, গত মাসের শেষে পূর্ণিমার কটালে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কাকদ্বীপ মহকুমার সাগর ব্লকের গঙ্গাসাগর সমুদ্রতট, কাকদ্বীপ, নামখানা, মৌসুনি দ্বীপ, গোবর্ধনপুর, পাথরপ্রতিমা ও নারায়ণগঞ্জ এলাকায় নদী বাঁধে ধস নামে। নামখানা ব্লকের নারায়ণগঞ্জে প্রায় ১২০০ মিটার মাটির বাঁধ ধস নেমে মুড়িগঙ্গা নদীতে তলিয়ে যায়। প্রশাসন সূত্রে খবর, গত বছর এই বাঁধটি প্রায় ছয় কোটি টাকা খরচ করে তৈরী করা হয়েছিল। কিন্তু অল্প কয়েক মাসেই বাঁধের এই অবস্থা হয়েছে কিভাবে সেই প্রশ্ন ওঠে এসেছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored