অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার রাজ্য মেডিকেল কাউন্সিল আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে শোকজ নোটিশ পাঠিয়েছে। আর তিন দিনের মধ্যে কারণ না দেখালে রেজিস্ট্রেশনও বাতিল হতে পারে। স্বাস্থ্য ভবনের পর এবার রাজ্য মেডিকেল কাউন্সিল বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ও প্রাক্তন আরএমও অভীক দে-কে সাসপেন্ড করেছে। এছাড়া মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক মুস্তাফিজুর রহমান মল্লিককেও সাসপেন্ড করা হয়েছে।
আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ আপাতত সিবিআই হেফাজতে রয়েছেন। এদিন কাউন্সিলের তরফে বলা হয়েছে, ‘তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে হবে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে রেজিস্ট্রেশনও বাতিল হতে পারে।’ এদিকে বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ মেডিকেল কাউন্সিলের পিনাল এবং এথিক্স কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন। আর মুস্তাফিজুরও একই কমিটির সদস্য ছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
সূত্রের খবর, অন্যান্য চিকিৎসকেরা মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান সুদীপ্ত রায়ের উপর চাপ সৃষ্টি করছিলেন। এক্ষেত্রে সুদীপ্ত রায়ের অবস্থান নিয়েও প্রশ্ন উঠছিল। শেষমেশ এক প্রকার বাধ্য হয়েই কাউন্সিলের কোড অফ কন্ডাক্টের ২৫(২) ও ৩৭/(iii) ধারা মেনে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস এবং প্রাক্তন আরএমও অভীক দে-কেও সাসপেন্ড করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here