নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গতকাল হুগলীতে ১৫ বছর বয়সী এক নবম শ্রেণীর কিশোরী কোচিং থেকে ফেরার পথে অপহৃত হয়ে ধর্ষণের শিকার হয়। জানা গেছে, গতকাল বিদ্যালয় শেষের পর ওই কিশোরী কোচিংয়ে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে এক দল অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে একটি সাদা রঙের চার চাকার গাড়িতে বলপূর্বক তুলে নিয়ে যায়। আর বিষয়টি জানাজানি হলে কিশোরীর মায়ের ক্ষতি করবে বলেও হুমকি দেয়।
এরপর কিশোরীকে একটি এলাকায় নামিয়ে দিলে সে ওই পথ দিয়ে হাঁটতে শুরু করতেই কিছুক্ষণ পর বুঝতে পারে যে, এক জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি পিছু নিয়েছে। তারপর ওই ব্যক্তি একটি অন্ধকার জায়গায় কিশোরীর উপর যৌন হেনস্থা করে। ফলে কিশোরী চিৎকার শুরু করতেই অভিযুক্তরা সেখান থেকে গাড়িতে চেপে পালিয়ে যায়। এই ঘটনায় তার মা পুলিশের কাছে অভিযোগ করলে এক জন মহিলা পুলিশকর্মী কিশোরীর বয়ান রেকর্ড করে।
কিন্তু বয়ানে শ্লীলতাহানির অভিযোগ থাকলেও ধর্ষণের কোনো অভিযোগ নেই। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় ও পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। আর অভিযুক্তদের খোঁজে তল্লাশিও শুরু করা হয়েছে। কিন্তু এই ঘটনায় কত জন দুর্বৃত্ত জড়িত ছিল, তা তদন্তের স্বার্থে বলা হয়নি। পাশাপাশি, কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য অভিভাবকদের সাথে চন্দননগর হাসপাতালে পাঠানো হয়েছে।