নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ একদিকে চলছে আর জি কর কাণ্ডের প্রতিবাদ। আর অন্যদিকে, বর্ধমানের কাটোয়ায় ৪ বছর বয়সী এক জন শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। ইতিমধ্যে বিধানসভায় ধর্ষণ-বিরোধী অপরাজিতা বিল পাশ হয়েছে। এরই মধ্যে এই নির্মম ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল হইচই শুরু হয়ে যায়।
শিশুর পরিবার সূত্রে জানা যাচ্ছে, সকালবেলা ১০ টা নাগাদ নাগাদ শিশুটি প্রতিবেশী ব্যক্তির বাড়িতে ভুট্টা আনতে গিয়েছিল। এরপর আর বাড়ি ফেরেনি। সে বাড়ি ফিরছে না দেখে শিশুটির দাদু ওই ব্যক্তির বাড়িতে গিয়ে দেখে শিশুটির জামা রক্তে ভেসে যাচ্ছে। আর সে কাঁদছে ও বমি করছে। এরপর শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে পরিবারের সদস্যরা মিলে হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, “শিশুটির গোপনাঙ্গে আঘাতের ফলে প্রচুর রক্তপাত হয়েছে। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে শিশুটি বিপন্মুক্ত।” এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় হইচই শুরু হওয়ার পর অভিযুক্ত বাড়ি থেকে চম্পট দিয়েছে। অন্যদিকে, কাটোয়া থানার পুলিশকে এই বিষয় জানানো হলে পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।