পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার ক্যানিংয়ের দুই নম্বর ব্লকের ঘুটিয়ারি শরিফের নারায়ণপুরে আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ তথা আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষের একটি বাংলো বাড়ির সন্ধান পাওয়া গেলো। এখানে কয়েকশো বিঘা ফাঁকা জমির মাঝে পাঁচিলে ঘেরা এই সবুজরঙা দোতলা বাংলো রয়েছে। বাংলোর উপরে লেখা ‘সঙ্গীতাসন্দীপ ভিলা’। আর ওপরে রেলিং দিয়ে ঘেরা ব্যালকনি। এরই মাঝে একটি সুইমিংপুল রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে বাংলোটি তৈরী হয়। সন্দীপ ঘোষের স্ত্রীর নাম সঙ্গীতা ঘোষ। তাই স্ত্রী ও নিজের নাম মিলিয়ে বাংলোটির এই নাম দেওয়া হয়েছিল। স্থানীয় কয়েক জন যুবক বাংলো এবং বাংলো সংলগ্ন কয়েকশো বিঘা জমিতে খামারবাড়ি তৈরী করেছেন। আর তিনি এই খামারবাড়ি পরিচালনা করতেন। মাঝেমধ্যে পরিবারের সদস্যদের সাথে এখানে আসতেন।”
পাশাপাশি এদিন ভোরবেলা ৬ টা নাগাদ ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতেও হানা দেয়। কিন্তু দরজা বাইরে থেকে তালাবন্ধ থাকায় ভিতরে ঢোলা সম্ভব হয়নি। কিছুক্ষণ অপেক্ষা করার পর তদন্তকারীরা গাড়ি নিয়ে সিজিও কমপ্লেক্সে ফিরে যান। পরে ফের আসেন। আর কিছুক্ষণ অপেক্ষা করার পর তালা খোলা হয়। অবশেষে ৯টা ১৫ মিনিটে তদন্তকারীরা বাড়ির ভিতরে ঢুকে তল্লাশি শুরু করে। আর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও বাইরে পাহারায় ছিল।