নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ আর জি কর কাণ্ডের আবহেও নারীর উপর নির্যাতন কোনোভাবেই আটকাচ্ছে না। আর এবার এক ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠলো পুরুলিয়া সদর মহকুমা কলেজের এক জন শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের নাম বিকাশ দত্ত। জানা গেছে, টিউশন পড়ানোর সময় বিকাশবাবু ছাত্রীকে বাড়িতে একা পেয়ে যৌন হেনস্থা করেন। এই ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।
জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, “অভিযোগ পেয়েই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। এছাড়া নির্যাতিতার গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে। গতকাল জেলা আদালত বিকাশবাবুকে জেল হেফাজতের নির্দেশ দেয়।” ওই কলেজের অধ্যক্ষ বলেন, “কলেজ চত্বরের ঘটনা নয়। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ওই শিক্ষক কম-বেশী পাঁচ বছর কলেজে রয়েছেন। এর আগে অন্য একটি কলেজে দশ বছর শিক্ষকতা করেছেন।
কলেজে এ অবধি এমন কোনো অভিযোগ ওর বিরুদ্ধে ওঠেনি। বিষয়টি বর্তমানে আইনের আওতায় রয়েছে। আমরা তদন্তের গতিপ্রকৃতি ও আদালতের রায়ের দিকে চেয়ে রয়েছি। আজ সকালবেলা থেকে বিভিন্ন মাধ্যমে ধর্ষণের অভিযোগ হিসেবে ঘটনাটি দেখানো হয়েছে। তা কাম্য নয়। এদিন কলেজের পরিচালন সমিতির বৈঠকে ঘটনাটি নিয়ে আলোচনা হবে।” তবে বিকাশবাবু এই ঘটনা প্রসঙ্গে কোনোরকম মন্তব্য করেননি।