নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গতকাল হুগলীর উত্তরপাড়ায় গৌরী সিনেমার কাছে প্রতিবাদ মিছিলের মধ্যে একটি গাড়ি বেপরোয়া গতিতে ঢুকে পড়ায় ব্যাপক শোরগোল তৈরী হয়। তবে অল্পের জন্য মিছিলে অংশগ্রহণকারীরা বড়ো বিপদের হাত থেকে রক্ষা পেলেন।
জানা গেছে, এদিন এলাকার বাসিন্দারা আর জি কর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন। মিছিলের সামনের সারিতে মহিলারা ছিলেন। কিন্তু আচমকা একটি গাড়ি বালির দিক থেকে বেপরোয়া গতিতে এসে মিছিলের মধ্যে ঢুকে পড়ে। সেই সাথে মিছিলে অংশগ্রহণকারীরা কোনোরকমে সরে দাঁড়ান। পরে মিছিল থেকেই কয়েক জন দৌড়ে গিয়ে গাড়িটিকে থামায়। পরে পুলিশ এসে গাড়িটি আটক করে গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
প্রাথমিক ভাবে জানা যায়, গাড়ির চালক মত্ত অবস্থায় ছিল। আর গাড়িটিতে চালক ছাড়াও রাজস্থানের জয়পুরের বাসিন্দা দ্বারকাপ্রসাদ বিজে নামক এক জন ব্যক্তি ছিলেন। দ্বারকাপ্রসাদ বিজে এই প্রসঙ্গে জানান, “তিনি দূরপাল্লার ট্রেন ধরতে রিষড়া থেকে হাওড়া গিয়েছিলেন। তবে ট্রেন ধরতে না পারায় হাওড়া থেকে ফের রিষড়ায় ফিরছিলেন। আর রাস্তায় মিছিল থাকায় গাড়ি আটকে পড়ে। চালককে সাবধানে গাড়ি চালানোর কথা বলা হয়েছিল। কিন্তু সে যে মত্ত অবস্থায় ছিল, তা জানা ছিল না।”
Sponsored Ads
Display Your Ads Here