নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানাঃ হরিয়ানার ফরিদাবাদে গোরু পাচারকারী সন্দেহে দ্বাদশ শ্রেণীর ১ জন স্কুলপড়ুয়াকে গুলি করে খুন করা হয়। এই ঘটনায় পুলিশ পাঁচ জন স্বঘোষিত গোরক্ষককে গ্রেফতার করেছে। এই ঘটনাটি গত ২৩ শে আগস্টের। মৃতের নাম আরিয়ান মিশ্র। বয়স ১৯ বছর।
সূত্রের খবর, ওই দিন রাতে আরিয়ান দুই বন্ধু শ্যাঙ্কি ও হর্ষিতকে নিয়ে একটি গাড়িতে চেপে নুডল্স খেতে বেরিয়েছিল। তখন পিছন থেকে একটি গাড়ি অনুসরণ করতে করতে এগিয়ে আসে। এদিকে ওই গাড়িতে থাকা ব্যক্তির সাথে শ্যাঙ্কি এবং হর্ষিতের বচসা হওয়ায় তাদের ধারণা হয়েছিল যে, ওই ব্যক্তি অনুসরণ করছেন। ফলে হর্ষিত গাড়ির গতি আরো বাড়িয়ে দেয়। কিন্তু সামনের গাড়ি গতি বৃদ্ধি করলে ধারণা করা হয় যে, গোরু পাচারকারীরাই গাড়িতে রয়েছেন। বার বার গাড়ি থামানোর বার্তা দেওয়া হলেও হর্ষিত গাড়ি না থামিয়ে আরো গতি বাড়িয়ে দেয়।
তবে আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নিকটবর্তী পালওয়াল টোল প্লাজায় গিয়ে ধাক্কা মারে। আর ওই সময় পিছনের গাড়িটি থেকে গুলি ছোঁড়া হলে আরিয়ানের বুক লক্ষ্য করে করে গুলি চালানো হয়। আর আরিয়ান সেখানেই লুটিয়ে পড়ে। ফরিদাবাদ পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত পাঁচ গোরক্ষক হলেন কৃষ্ণ, আদেশ, বরুণ, সৌরভ ও অনিল কৌশিক। কৃষ্ণ, আদেশ, বরুণ, সৌরভ এবং অনিল কৌশিক জানান, “গাড়িতে গোরু পাচারের আগে পাচারকারীরা গাড়ি নিয়ে গোপনে এলাকা পরিদর্শন করবেন বলে কাছে খবর ছিল।
সেই কারণে তারাও টহল দিচ্ছিলেন। তাই শ্যাঙ্কি, হর্ষিত ও আরিয়ানকে ভুল করে পাচারকারী ভেবে ফেলাতেই এই ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, শুধু ভুল বোঝাবুঝি অর্থাৎ গোরু পাচার সন্দেহ থেকেই এই খুনের ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, সম্প্রতি হরিয়ানায় গোমাংস ভক্ষণ করেছেন, এই সন্দেহে পরিযায়ী শ্রমিক তথা দক্ষিণ চব্বিশ পরগণার বাসিন্দা সাবির মল্লিককে পিটিয়ে খুন করা হয়।