পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আর জি কর আবহে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত ঠিক তখনই দক্ষিণ চব্বিশ পরগণার সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র মঞ্চে দাঁড়িয়ে বাম নেতা সুজন চক্রবর্তী, সায়ন বন্দ্যোপাধ্যায়কে নাম ধরে আক্রমণ করলেন। তবে বাম নেতারা লাভলি মৈত্রর হুঁশিয়ারীতে আমল দিতে নারাজ। বাম নেতাদের বক্তব্য, “তৃণমূল নেতাদের এই সব কথায় কেউ ভয় পায় না।”
আজ মঞ্চে দাঁড়িয়ে লাভলি মৈত্র জানান, “সুজন, সায়নরা ঘুরে বেড়ান। তার একটাই কারণ। রাজ্যে বদল হয়েছিল, কিন্তু বদলা হয়নি। ২০১১ তে বদল হয়েছিল ২০২৪ এ বদলাও হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললে, কিভাবে আঙুল নামাতে হয়, সেটা আমরাও জানি। আমরা শান্ত আছি তবে দুর্বল নই।” সুজন চক্রবর্তী পাল্টা এই প্রসঙ্গে বলেন, “কে লাভলি! এই ধরনের আক্রমণ যে বালখিল্যতা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের বিরুদ্ধে কথা বললেন নির্যাতিতা বিচার পাবে তো? মানুষ যেভাবে ফুঁসে উঠছে, তাতে যেন সতর্ক থাকে। আর বেশী বাড়াবাড়ি করবেন না।”
অন্যদিকে, আর এক বাম নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, “কতজনকে দেখে নেবেন বিধায়ক ম্যাডাম? কতজনের ওঠানো আঙুল নামিয়ে দেবেন? ও হুমকিতে আমরা ভয় পাই না। খুব শীঘ্র আপনার সাথে আদালতে দেখা হবে।”