নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ কোচবিহারের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা শাসকের অফিস ঘেরাও জেলা বিজেপির। আসানসোলের বিএনআর মোড় রবীন্দ্রভবন থেকে মিছিল করে জেলাশাসকের অফিসের সামনে এসে পৌঁছয় মিছিল। পুলিশের ত্রিস্তরীয় ব্যারিকেডে আটকে যায় বিজেপি কর্মীরা। গার্ডরেল দিয়ে আটকানোর চেষ্টা করে পুলিশ। ব্যারিকেড টপকে জেলাশাসক অফিসের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। এলাকায় উত্তেজনা ছড়ায়।
অন্যদিকে, বিজেপির জেলা শাসকের দফতর ঘেরাওকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা বাঁকুড়াতেও। তিলোত্তমার বিচার চেয়ে সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও জেলা শাসকের দফতর অভিযানের ডাক দেয় বিজেপি। বাঁকুড়া হিন্দু হাইস্কুল ময়দান থেকে মিছিল করে এদিন বিজেপি কর্মীরা বাঁকুড়ার জেলা শাসকের দফতরে যাওয়ার চেষ্টা করেন। আইজি অফিস মোড়ে একের পর এক ব্যরিকেড করে মিছিলের পথ অবরোধ করে পুলিশ। দফায় দফায় পুলিশের ব্যরিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। পরে ব্যরিকেডের সামনেই বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। আন্দোলনকারী বিজেপি কর্মীদের দাবি আর জি করের নির্যাতিতার বিচার যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। ব্যারিকেড করেও এই আন্দোলন দমানো যাবে না।