নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গতকাল রাতে হুগলীর মগড়ার নাকসা মোড় এলাকায় আচমকা চলা গুলিতে ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। আহতরা হলো ৩০ বছর বয়সী মইদুল ইসলাম ও ৪০ বছর বয়সী বিশ্বনাথ দে।
জানা গেছে, মইদুল এবং বিশ্বনাথ বাইক নিয়ে মগড়ার দিকে যাচ্ছিল। পিছন থেকে একটি চার চাকা গাড়ি তাদের অনুসরণ করে আসে। এরপর নাকসা মোড় পার করে কিছুটা দূরে খুব কাছ থেকে দু’জনকে বেশ কয়েক রাউন্ড গুলি করা হয়। এতে মইদুলের থাইয়ে গুলি লাগে আর বিশ্বজিৎ এর হাতে ও পেটে গুলি লাগে। এদিকে বাসিন্দারা গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন। পাশাপাশি পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মইদুল এবং বিশ্বনাথকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যান। কিন্তু বিশ্বনাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।