নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দেশের সবথেকে বড়ো ও কঠিন পরীক্ষা UPSC (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন)। কিন্তু এবার কেন্দ্র ইউপিএসসিকে আধার ভিত্তিক ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের অনুমতি দিল। অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় যেমন আধারের তথ্য লাগবে, তেমনই পরীক্ষা ও নিয়োগের সময়ও আধার কার্ড খুঁটিয়ে পরীক্ষা করা হবে।
কেন্দ্রের নির্দেশিকায় জানানো হয়েছে, ইউপিএসসিতে আধার ভিত্তিক ভেরিফিকেশনের অনুমতি দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশনের সময় আবেদনকারীর পরিচয় যাচাই করতে আধার অথেনটিকেশন করা হবে। এছাড়া পরীক্ষা এবং নিয়োগের বিভিন্ন ধাপে ই-কেওয়াইসি পদ্ধতিতে প্রার্থীর পরিচয় যাচাই করা হবে। ইউআইডিএআইয়ের নিয়ম ও নির্দেশ মেনে সকল ভেরিফিকেশন করা হবে।
পাশাপাশি আধার ভিত্তিক ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন, ফেসিয়াল রেকগনিশন, ই-অ্যাডমিটের কিউআর কোড স্ক্যান, লাইভ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সিসিটিভি সার্ভিসের ব্যবহার করা হবে। সম্প্রতি পূজা খেড়কর নামক একজন ট্রেনি আইএএস অফিসারের ভুয়ো নথি এবং তথ্য দিয়ে ইউপিএসসি পাশ করে চাকরী পাওয়ার ঘটনা ফাঁস হতেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। আর পূজার নিয়োগ বাতিল করে দেওয়া হয়। তাই এই ঘটনা থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যৎ এ যাতে আর কেউ প্রতারণা না করে বা অযোগ্যরা মিথ্যা নথি-তথ্য দিয়ে চাকরী না পায়, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।