অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আর জি কর কাণ্ডে শনিবার সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ মোট চার জনের পলিগ্রাফ টেস্ট করেছে। আর আজ আর জি করের ঘটনার অভিযুক্তের পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে।
বর্তমানে অভিযুক্ত প্রেসিডেন্সি জেলে আছে। গতকাল সিবিআই আধিকারিকরা সেখানেই পৌঁছে যান। কিন্তু টেকনিক্যাল কারণে তা করা সম্ভব হয়নি। আর জেলে এই টেস্ট করা কতটা সম্ভব তা খতিয়ে দেখে আসেন। এরপর এদিন পলিগ্রাফ টেস্ট হয়। জানা গেছে, পলিগ্রাফ টেস্টের তত্ত্বাবধানে সিবিআইয়ের স্পেশাল টিম রয়েছে। এছাড়াও সিএফএসএলের তত্ত্বাবধানে পলিগ্রাফ হচ্ছে। এসসিবির হাতে দুটি ডিভাইস রয়েছে।
সিবিআই সূত্রে জানা যায়, আগে ওই সিভিক ভলান্টিয়ার নিজের দোষ স্বীকার করে ফাঁসির দাবী করেছিল। তবে বার বার বয়ান বদল করছে। কখনো বলেছে, ঘটনার দিন সেমিনার রুমে যায়নি। শুধু উঁকি মেরে দেখেছিলেন। আবার কখনো বলেছে সেমিনার রুমে নাকি কেউ ছিল না। সুতরাং বয়ান বদল করে কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সেই কারণে অভিযুক্তের পলিগ্রাফ টেস্টের প্রয়োজন ছিল বলেই মনে করা হয়েছে। পাশাপাশি এদিন দুই জন চিকিৎসকেরও পলিগ্রাফ টেস্ট করা হয়েছে।