নিউজ ডেস্কঃ নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। ৪০ জন যাত্রীকে নিয়ে বাসটি নেপালের নদীতে পড়েছে। নম্বর প্লেট থেকে বোঝা গিয়েছে বাসটিতে ভারতের।
জানা গিয়েছে, সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ বাসটি পাহাড়ের উপর থেকে সোজা নদীতে পড়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত বাসটির নম্বর হল ইউপি এফটি ৭৬২৩। দুর্ঘটনা প্রসঙ্গে তানাহুন জেলার ডিএসপি দীপকুমার রায়া সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, “বাসটির নম্বর ইউপি এফটি ৭৬২৩, বাসটি পাহাড় থেকে সোজা নদীতে পড়ে যায়। বর্তমানে নদীর ধারে বাসটি পড়ে রয়েছে”।
উত্তরপ্রদেশের রিলিফ কমিশনার জানিয়েছেন, রাজ্যের কোনও যাত্রী বাসটিতে আটকে আছেন কি না সেই নিয়ে উদ্ধারকাজ চলছে। ঘটনার জেরে মহারাজগঞ্জের সাব-ডিভিশনার ম্যাজিস্ট্রেটকে নেপালের দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে, সেই সঙ্গে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উদ্ধারকাজ নিয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ রাখবেন। উদ্ধারকাজে হাত লাগাতে উত্তরপ্রদেশ পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট মহাদেব পৌডেল ৪৫ সশস্ত্র পুলিশের বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। দুর্ঘটনায় ইতিমধ্যেই ১০ জনের মৃত্যু হয়েছে।