নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ আজ আসানসোল দক্ষিণ থানার সামনে বিজেপির থানা ঘেরাও কর্মসূচীকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি চলে। এমনিতেই আর জি কর মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকরের উপর নৃশংস ঘটনার প্রতিবাদে আসানসোলের প্রায় সব থানাতেই বিক্ষোভ কর্মসূচী চলে। তার মধ্যে এদিন দক্ষিণ থানার সামনে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা যায়, জেলা বিজেপি নেতা-কর্মীরা দলীয় পতাকা নিয়ে স্থানীয় বাজার এলাকা থেকে জিটি রোডে মিছিল করে দক্ষিণ থানায় পৌঁছান। এরপর দীর্ঘক্ষণ জিটি রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবী তুলে শ্লোগান চালানো হয়। আর পুলিশের বিরুদ্ধেও শ্লোগান চলে। এদিকে এই বিক্ষোভ কর্মসূচীর জেরে থানার সামনে বিশাল বাহিনী ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ বুঝিয়ে অবরোধ সরাতে গেলে বাধে বচসা। ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি বাধে বিজেপি কর্মীদের সঙ্গে। রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। আরও বেশি বাহিনী পৌঁছয়। বিজেপি কর্মীদের হটিয়ে অবরোধ তুলতে সমর্থ হয়। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবারই স্বাস্থ্যভবন অভিযান কর্মসূচি ছিল বিজেপি। তা নিয়ে সল্টলেকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের।
Sponsored Ads
Display Your Ads Here