মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল রাতে উত্তর চব্বিশ পরগণার বারাসাতের দক্ষিণনারায়ণ কোকোবাগান এলাকায় বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জন মহিলার মৃত্যু হয়েছে। মৃতার নাম অঞ্জনা বিশ্বাস। বয়স ৫৫ বছর। এই মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে অঞ্জনা দেবীর পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অঞ্জনা দেবী একটি বেসরকারী বিদ্যালয়ে কর্মরতা ছিলেন। প্রতিদিনের মতোই এদিন রাতেরবেলা ৯ টা ৫০ মিনিট নাগাদ কাজ সেরে বাড়ি ফিরছিলেন। এদিকে সন্ধ্যাবেলা থেকেই প্রবল বৃষ্টিতে দক্ষিণনারায়ণ কোকোবাগান এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ফলে ফেরার সময় তার বাড়ি থেকে কিছুটা দূরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। আর আচমকা বিকট শব্দ শুনতে পেয়ে বাসিন্দারা বাইরে বেরিয়ে দেখেন অঞ্জনা দেবীর দেহ জলের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে রয়েছে। পথচলতি মানুষও ঘটনাটি জানতে পেরে ওই রাস্তা দিয়ে যাওয়া বন্ধ করে দেন।
এরপর এলাকার বাসিন্দারা বারাসাত থানার পুলিশকে খবর দিলে পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। আর বিদ্যুৎ বিভাগের কর্মীরা এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিলে অঞ্জনা দেবীর দেহ উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তারপর মৃতদেহ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকার বাসিন্দারা এই ঘটনায় প্রশ্ন তুলছেন যে, বৃষ্টির মধ্যে জনবসতি পূর্ণ এলাকায় বিদ্যুৎয়ের তার খোলা অবস্থায় পড়েছিল কিভাবে? ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে।