অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল মধ্যরাতে কাঁকুড়গাছির লোহাপট্টি এলাকায় পাঁচটি কারখানায় আগুন লেগে তীব্র শোরগোল শুরু হয়। কারখানাগুলিতে প্লাস্টিক ও বেশ কিছু দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডের আতঙ্কে স্থানীয়দের একাংশ বাড়ির বাইরে বেরিয়ে আসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসিন্দারা কারখানায় আগুন দেখতেই দমকল বিভাগকে খবর দেন। দমকল কর্মীরা খবর পেয়ে প্রথমে পাঁচটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে কারখানার ভিতরে থাকা কর্মীদের উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। কিন্তু এর মধ্যেই আগুন পাশের চারটি কারখানায় ছড়িয়ে পড়ে। ফলে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে আরো দু’দফায় পনেরোটি ইঞ্জিন নিয়ে আসা হয়।
দমকল সূত্রে খবর, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এবং এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে, ওই ঘিঞ্জি এলাকায় যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গোটা বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা হবে।