মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার গাইঘাটা থানার চিকনপাড়া আরপি স্কুলে দ্বিতীয় শ্রেণীর এক পড়ুয়ার বুকে লাথি মারার অভিযোগ উঠলো শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল শুরু হয়।
এদিন বিষয়টি নিয়ে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি, গাইঘাটার বিডিও এবং স্কুল এস আই এর কাছে অভিযোগ দায়ের করেছেন পড়ুয়ার মা সঞ্চিতা বিশ্বাস। তাঁর অভিযোগ, স্কুলে তাঁর মেয়ে সায়ন্তিকা বিশ্বাস ও তার এক বন্ধু খেলা করছিল। নিজেদের মধ্যে চলছিল খুনসুটি। তখনই ওই শিক্ষক আমার মেয়ের বুকে লাথি মারে। তিনি বলেন, “মেয়ে এখন সুস্থ আছে। তবে শিক্ষক যে ভাবে মেয়েছেন তাতে মেয়ের বড় কোনও ক্ষতি হতে পারত। স্কুলে যদি এমন ঘটনা ঘটে তাহলে কোন ভরসায় সন্তানদের স্কুলে পাঠাব।”
Sponsored Ads
Display Your Ads Here
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাধুরী লতা মধু বিষয়টির নিন্দা করে বলেন, “শিক্ষক যে কাজ করেছেন সেটা খুবই নিন্দনীয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা যা পদক্ষেপ নেওয়ার নেবেন।” এছাড়া গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচী বলেছেন, “আগামীকাল ওই বিদ্যালয় পরিদর্শনে যাব। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
Sponsored Ads
Display Your Ads Here