নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ আর জি করে জুনিয়র চিকিৎসকের উপর নৃশংস অত্যাচারের আবহেই এবার শিলিগুড়িতে এক জন কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠলো। আর অভিযোগ পাওয়া মাত্রই এনজেপি পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে এক জন আবার কিশোর বলে জানা গিয়েছে।
জানা যায়, ধৃতরা কিশোরীর পূর্বপরিচিত। সম্ভবত সমাজমাধ্যমের সূত্রেই আলাপ। গতকাল সন্ধ্যাবেলা সে তাদের সাথে ঘুরতে বেরিয়েছিল। এরপর কাওয়াখালি এলাকায় কিশোরীকে নিয়ে গিয়ে দু’জনে ধর্ষণ করে। তারপর ওই কিশোরী বাড়ি ফিরে পরিবারকে গোটা ঘটনা জানায়। তখন পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেছে। অন্যদিকে, ওই নির্যাতিতাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।