অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল রাতে আর জি কর হাসপাতালে দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে এসইউসিআই(সি) বারো ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে। প্রসঙ্গত, মহিলাদের রাত দখলের কর্মসূচীর রাতেই কার্যত হাসপাতালের ভিতরে তাণ্ডব চালানো হয়। পুলিশের সামনেই এক দল দুষ্কৃতী ব্যারিকেড ভেঙে হাসপাতালে ঢুকে ভাঙচুর চালায়। এমনকি হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে ঢুকেও ভাঙচুর করা হয়।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে সাধারণ মানুষ থেকে বিশিষ্ট গুণীজনেরা পথে নেমেছিলেন। মহিলারা রাত দখলের ডাক দিয়েছিলেন। গোটা দেশের বিভিন্ন অংশেই প্রতিবাদ মিছিল চলছিল। কিন্তু আচমকা রাতেরবেলা ১২ টা ৩০ মিনিট নাগাদ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একদল উন্মত্ত জনতা পুলিশী ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। পাশাপাশি ছাতা ও পুলিশের ইউনিফর্মও পোড়ানো হয়।
এই ঘটনার পিছনে কারা জড়িত, তা এখনো অবধি জানা যায়নি। আর এই ভাঙচুরের ঘটনার প্রতিবাদে ১৬ ই আগস্ট অর্থাৎ শুক্রবার বারো ঘণ্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে, এসএফআই-ডিওয়াইএফআই-এআইডিডব্লুএর তরফে আজ প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। আর শিয়ালদহ থেকে শ্যামবাজার পর্যন্ত জমায়েতের ডাক দেওয়া হয়েছে।