Indian Prime Time
True News only ....

রাতের আঁধারে রাজপথে জনজোয়ার উপচে পড়েছে

- Sponsored -

- Sponsored -

চয়ন রায়ঃ কলকাতাঃ আর জি করে জুনিয়র চিকিৎসকের উপর চলা পৈশাচিক ঘটনার প্রতিবাদে আজ দেশ জুড়ে ‘রাত দখলে মহিলারা’ পথে নেমেছেন। শুধু মহিলারা নন, নারী-পুরুষ নির্বিশেষে সকলে এই জমায়েতে অংশগ্রহণ করেছেন। আজ এখানে কোনো রাজনৈতিক রং নেই। আছে শুধু তীব্র প্রতিবাদের ঝড়। স্বাধীনতার প্রাক্কালে এই অভিনব প্রতিবাদের বন্যা দেশ জুড়ে এক বেনজির ছাপ ফেলেছে।

 

কথা ছিল রাত ১১টা ৩০ মিনিট। আবার কোথাও ১১টা ৫৫ মিনিট তো কোথাও কোথাও ১০ টা ৩০ মিনিট থেকে মহিলারা ‘রাতের দখল’ নেবেন বলে ঠিক হয়েছিল। প্রথমে ঠিক ছিল যাদবপুর, অ্যাকাডেমী, কলেজস্ট্রিটে এই জমায়েত চলবে। কিন্তু পরে তা শহর থেকে জেলা, জেলা থেকে রাজ্য সর্বত্র ছড়িয়ে পড়েছে। তবে অভিধানহীন আবেগ সন্ধ্যার পর থেকেই একটু একটু করে জমতে শুরু করেছিল। আর ইতিমধ্যেই জমায়েত নজর কাড়ার মতো। রাজ্যের দিকে দিকে রাজপথ জেগে উঠেছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

প্রায় সকলের হাতেই টর্চ, মোমবাতি ও প্ল্যাকার্ড ছিল। প্ল্যাকার্ড সহ সকলের মুখে একটাই দাবী, ‘বিচার চাই’ (We want Justice), কর্মক্ষেত্র থেকে সর্বত্র ‘নারী স্বাধীনতা চাই’, ‘নারীর নিরাপত্তা ও সুরক্ষা চাই’। পাশাপাশি চলছে উলুধ্বনি এবং শঙ্খধ্বনি। রাত যতো বাড়ছে, বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় প্রতিবাদী মানুষের ঢেউ ততো বাড়ছে। আজ সাধারণ মানুষ থেকে সকল বিশেষ্ট খ্যাতনামা মানুষ মিলেমিশে এক হয়ে গিয়েছে। অন্যদিকে, হাওড়ার মন্দিরতলায় স্বাধীনতা উপলক্ষে চলা তৃণমূলের অনুষ্ঠানের মঞ্চ আন্দোলনকারীরা দখল করেছেন।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored