নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ গতকাল বাঁকুড়ার কোতুলপুর থানার আমদো গ্রামে প্রতিবেশীর বাড়িতে খেলতে গিয়ে চতুর্থ শ্রেণীর ১ জন পড়ুয়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। মৃতার নাম অনুষ্কা সরকার। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন অনুষ্কা বিদ্যালয় থেকে ফিরে এক জন প্রতিবেশীর বাড়িতে খেলতে যায়। ওই সময় আচমকাই জানালার সানশেডের কাছে বিপজ্জনকভাবে ঝুলে থাকা তারে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর দ্রুত অনুষ্কাকে স্থানীয় গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা অনুষ্কাকে মৃত বলে ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর কোতুলপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতার পরিবারের অভিযোগ, “বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর ওই প্রতিবেশী নিজের পরিবারের শিশুদের বাঁচানোর চেষ্টা করলেও অনুষ্কাকে বাঁচানোর উদ্যোগ নেননি। সময়মতো উদ্ধার করা হলে এমন মর্মান্তিক পরিণতি হত না।”
Sponsored Ads
Display Your Ads Here