নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল হাওড়ার ডোমজুর থানার নিউ কোরোলা এলাকায় রক্তাক্ত অবস্থায় এক জন ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম কুণাল নাথ। বয়স ৪৫ বছর। অসমের বাসিন্দা। এই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল ছড়িয়ে পড়েছে। ডোমজুড় ও সাকরাইল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
সূত্রের খবর, দীর্ঘ ছয় বছর ধরে কুণাল বাবু জাতীয় সড়ক সংলগ্ন ডোমজুড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে কাজ করতেন। পুলিশ জানিয়েছে, “ওই ব্যক্তিকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এছাড়া গলাতেও গভীর ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে।” আপাতত পুলিশ মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।