ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ খুনের পর এবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা দায়ের হলো। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরী শেখ হাসিনা সহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দেন।
আওয়ামী লীগের সভানেত্রী হাসিনার পাশাপাশি ওই মামলার অন্য অভিযুক্তেরা হলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক, বাংলাদেশ পুলিশের প্রাক্তন প্রধান (আইজি) একেএম শহিদুল হক ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) প্রাক্তন প্রধান বেনজনর আহমেদ। এছাড়া এই মামলায় র্যাবের কুড়ি থেকে পঁচিশ জন অজ্ঞাতপরিচয় সদস্যকে অভিযুক্ত করা হয়েছে।