নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ গতকাল বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কনভেয়ার বেল্টে শরীর জড়িয়ে এক জন ঠিকা শ্রমিকের মৃত্যু হয়। মৃত শ্রমিকের নাম অনন্ত ঘোষ। কিন্তু এই দুর্ঘটনা ঘটলো কিভাবে তা বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।
জানা গেছে, এদিন অনন্তবাবু তাপবিদ্যুৎ কেন্দ্রের পাঁচ ও ছয় নম্বর ইউনিটের টিপি ১১ ট্রান্সফার পয়েন্টে কাজ করছিলেন। আচমকা পার্শ্ববর্তী কনভেয়ার বেল্টে তার শরীর জড়িয়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই কনভেয়ার বেল্টের চাপে শরীর দুমড়ে মুচড়ে যায়। পরে অন্যান্য শ্রমিকরা অনন্তবাবুর ক্ষত-বিক্ষত দেহ সেখান থেকে উদ্ধার করেন।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনায় অন্যান্য শ্রমিকরা অবিলম্বে মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবী তোলেন। প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগে এই তাপবিদ্যুৎ কেন্দ্রে মেনটেনেন্সের কাজ করার সময় সুইচ গিয়ার থেকে আগুন ছিটকে এসে এক জন ইঞ্জিনিয়ার সহ বেশ কয়েকজন শ্রমিক ঝলসে যান। আর এরপরেই আবার এই দুর্ঘটনা ঘটে। তবে এইভাবে একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকায় স্বাভাবিক ভাবেই এই তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here