মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার বাদুড়িয়ার অটুরিয়া পঞ্চায়েতের তেলিপুকুর এলাকায় রাস্তায় থাকা বড়ো বড়ো গর্তে জল জমে পুকুরে পরিণত হয়েছে। একাধিকবার রাস্তা সারাই করার দাবী জানিয়েও কাজ হয়নি। এই পরিস্থিতিতে আজ বাসিন্দাদের একাংশ রাস্তার জমা জলে স্নান করে বিক্ষোভ দেখালেন। বাসিন্দাদের এই অভিনব প্রতিবাদের পরেই স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, “তেলিপুকুরের ধার থেকে বাবু রাস্তার মোড় অবধি প্রায় আড়াই কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। বর্ষার জল জমে রাস্তায় বড়ো বড়ো গর্ত, খানাখন্দ তৈরী হয়েছে। গর্তগুলোয় জল জমে কার্যত পুকুরের আকার নিয়েছে। এই কারণে গাড়ি চলাচল তো দূ্রের কথা হাঁটাচল করাও সম্ভব হচ্ছে না এমনকি এলাকায় অ্যাম্বুলেন্স ঢোকে না। এলাকায় কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে কাঁধে করে তেঁতুলিয়া রোডে এনে সেখান থেকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতে হয়।
Sponsored Ads
Display Your Ads Here
কয়েকটি হাই স্কুল, প্রাথমিক স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কলেজ ও বসিরহাটের আদালতে যেতে বহু মানুষ এই রাস্তাকেই ভরসা করেন। কিন্তু সেই রাস্তার এমন বেহাল দশা যে, প্রায় প্রতি দিন দুর্ঘটনা লেগেই থাকছে। দীর্ঘ ২০ বছর ধরে রাস্তার কোনো কাজ হয় না। ‘দিদিকে বলো’ নম্বরে ফোন করেও কোনো লাভ মেলেনি। আমরা তাই আন্দোলনের পথে নেমেছি। তবে এতে কোনো কাজ না হয়, তাহলে বৃহত্তর আন্দোলন হবে।”
Sponsored Ads
Display Your Ads Here
অটুরিয়া পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা সরকার বিক্ষোভের খবর পেয়েই রাস্তা সারানোর আশ্বাস দিয়ে বলেন, “রাস্তার কাজের টাকা এসে গেলেই আমরা সংস্কারের কাজ করে দেব। ওই রাস্তা সারাইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। খুব শীঘ্রই ওই রাস্তা সারানোর কাজ হবে।”
Sponsored Ads
Display Your Ads Here