পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুরে এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে এক জন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, “ওই শিক্ষক ছাত্রীকে কোচিং ক্লাসের শেষে হেনস্থা করেন।” ওই ছাত্রী এক জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।
জানা গিয়েছে, অভিযুক্তের কাছে অনেক ছাত্র-ছাত্রী টিউশন পড়তে যেতেন। এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে দুর্ব্যবহার ও হেনস্থার অভিযোগ উঠেছিল। এদিন রাতেরবেলা ওই ছাত্রী পরীক্ষার প্রস্তুতির জন্য পড়তে গিয়েছিল। কিন্তু ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে তাকে বসিয়ে রেখে হেনস্থা করা হয়। এরপর ওই ছাত্রী বাড়ি ফিরে মা-বাবাকে বিষয়টি জানায়। তারপর ওই ছাত্রীর পরিবারের তরফে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে রাতেরবেলাই অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে। আজ ওই শিক্ষক বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হবে। অন্য এক ছাত্রীর বাবা এই প্রসঙ্গে জানান, ‘‘আমার মেয়ে এই স্যরের কাছে পড়ত। কিন্তু ওঁর ব্যবহার খারাপ বলে ছাড়িয়ে দিয়েছিলাম। ওঁর দৃষ্টিও ভালো ছিল না। ওঁর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিতেন। পরে শুনেছি, অনেক ছাত্রীই ওঁর বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ এনেছে।’’
Sponsored Ads
Display Your Ads Here