নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ মুর্শিদাবাদের বহরমপুরে জজ কোর্ট মোড়ের বাড়ি থেকে এক বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা শুরু হয়। মৃতরা হলো ৬০ বছর বয়সী অশোকা দে ও ৬৫ বছর বয়সী শম্ভুনাথ ঘোষ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে অশোকা দেবী বয়সজনিত বিভিন্ন অসুখে আক্রান্ত ছিলেন। শম্ভুনাথবাবুরও বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। আর প্রতি মাসে দু’জনের চিকিৎসায় বিস্তর খরচ হওয়ায় সম্প্রতি সন্তানদের মধ্যে মতবিরোধ তৈরী হয়। ক্রমশ অশান্তিও বাড়তে থাকে। আর ওই অবসাদে অশোকা দেবী এবং শম্ভুনাথবাবু গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন। এরপর বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে অশোকা দেবী ও শম্ভুনাথবাবুকে উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যান।
কিন্তু চিকিৎসকরা মৃত ঘোষণা করলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এদিকে মৃত দম্পতির নাতি কৌশিক সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবী করেন, ‘‘দাদু-ঠাকুমার চিকিৎসা ঠিকঠাক ভাবেই হচ্ছিল। তবে দু’জনেই অসুস্থতা নিয়ে অবসাদগ্রস্ত ছিলেন। টাকা-পয়সা নিয়ে দু’একটা কথা হতেই পারে। সমস্যা কি সেটা জানালে হয়তো এই দুর্ঘটনা হত না।’’ আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।