নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিম বর্ধমানঃ পশ্চিম বর্ধমানের ডালখোলা থানার মহম্মদপুর এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে টোটো আটকে এক ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার কাছ থেকে ছিনতাইয়ে চেষ্টা করলো কিছু দুষ্কৃতী। তবে এলাকাবাসীর চেষ্টায় ওই দুষ্কৃতী গ্রেফতার হয়। আক্রান্ত ব্যবসায়ীর নাম মনোজ আগরওয়াল। বাড়ি ডালখোলার দেশবন্ধুপাড়ায়।
জানা যায়, মনোজবাবু হাটে যাওয়ার জন্য একটি টোটো ধরেন। টোটোটি মহম্মদপুর ফ্লাইওভারের নীচে পৌঁছাতেই তিন জন দুষ্কৃতী টোটোটিকে দাঁড় করায়। এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। তারপর কয়েকজন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিষয়টি দেখতেই দুষ্কৃতীরা তাদের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে। কিন্তু কোনোভাবে স্থানীয়রা দুষ্কৃতীদের ধরে ফেলেন। এদিকে ডালখোলা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসলে অভিযুক্তদের দুষ্কৃতীদের হাতে তুলে দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
তদন্তের পরে পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা হলো, ডালখোলা থানার শুশিলাপুরের বাসিন্দা তাপস সরকার, বিহারের প্রতাপগঞ্জ থানা এলাকার বাসিন্দা রঞ্জিত কুমার রাম ও চাকুলিয়া থানার খিখিরটোলা এলাকার বাসিন্দা ফইজল আলম। পুলিশ তাপস, রঞ্জিত এবং ফইজলের কাছ থেকে একটি অত্যাধুনিক সয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।
Sponsored Ads
Display Your Ads Here