নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রঘুনাথবাড়ি রামতারক হাই স্কুলে ক্লাস শেষ হতেই মুহূর্তের মধ্যে হুড়মুড়িয়ে ছাদের চাঙড় ভেঙে পড়েছে। তবে ভাগ্যবশত ছাত্ররা প্রাণে বেঁচে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল ছড়িয়ে পড়ে। কিন্তু কয়েক মুহূর্ত আগে চাঙড়টা ভেঙে পড়লে কি যে হতো তা ভেবেই শিক্ষকগণ রীতিমতো ঘাবড়ে রয়েছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এদিন সকালবেলা থেকেই বৃষ্টি পড়ছিল। তাই পঞ্চম পিরিয়ডের পরেই ছুটি হওয়ার কথা ছিল। আর ঠিক ওই সময় ষষ্ঠ শ্রেণীর পঞ্চম পিরিয়ডের ক্লাস শেষ হতে না হতেই বিশাল বড়ো ছাদের চাঙড় ক্লাসের মধ্যেই ভেঙে পড়ে। অভিযোগ ওঠে, “দীর্ঘ কয়েক বছর ধরেই বিদ্যালয়টি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। অধিকাংশ দেওয়ালে ফাটল ধরেছে। কোথাও আবার বট, অশ্বত্থের চারা উঁকি দিচ্ছে। প্রায়শই বিদ্যালয়ের নানা প্রান্তে চাঙড় ভেঙে পড়েছে। কোথাও কোথাও ছাদ চুঁইয়ে জল পড়ছে। এমনই অবস্থা যে মাঝেমধ্যেই পড়ুয়াদের ছাতা মাথায় দিয়ে ক্লাস করতে হয়।
বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি। এরইমধ্যে ক্লাসের মধ্যে বিশাল আকারের চাঙড় ভেঙে পড়তেই ব্যাপক আতঙ্ক তৈরী হয়।” পড়ুয়া থেকে অভিভাবক সকলের একটাই দাবী, “দ্রুত বিদ্যালয় মেরামত করা হোক। অন্যথায় আগামী দিনে যে কোনো সময় আরো বড়ো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে।” এদিকে আবার পড়ুয়াদের দুরাবস্থার কথা বলতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কান্নায় ভেঙে পড়েন। এখন দেখার এটাই যে, বিদ্যালয় মেরামতির জন্য প্রশাসন উদ্যোগ নেয় কবে।