অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ ভোরে উল্টোডাঙার ইস্ট ক্যানেল সার্কুলার রোডের একটি প্লাই তৈরীর কারখানায় ভয়াবহ আগুন লাগে। শুকনো কাঠ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সেখান থকে পাশের গেঞ্জির কারখানাতেও আগুন লাগে। তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর নেই। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের পর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা চারটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে টিনের ছাউনি সরিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আশেপাশের বাড়িগুলিও ফাঁকা করে দেওয়া হয়। এছাড়া পাশের কারখানার গেটের তালা ভেঙে সেখানে ঢুকে থেকে জল দেওয়ার কাজো শুরু হয়।
কিন্তু এলাকাবাসীদের অভিযোগ, “দমকল কর্মীরা দেরীতে আসার কারণেই আগুন ছড়িয়ে পড়েছে। আর আগুন আরো ছড়িয়ে পড়লে ভয়াবহ পরিস্থিতি তৈরী হত। তবে এদিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসতেই এলাকাবাসীরা পুলিশকে ঘিরে নিজেদের ক্ষোভ উগড়ে দেন। পরে পুলিশী তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।