সুপ্রশিক্ষণ ও যথাযথ নিয়ম-শৃঙ্খলার যৌথ প্রয়াসে মালদার বুকে প্রতিষ্ঠিত হয়েছে কচিকাচা মিশন
চয়ন রায়ঃ মালদাঃ মনোরম প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্যে গড়ে ওঠা এই কচিকাচা মিশন শিক্ষার্থীদের ভবিষ্যৎ এর আলোর দিশারী হিসেবে গড়ে উঠেছে। এই মিশনে বাংলা, আরাবিক, ইসলামিক ভাষার পাশাপাশি ইংরাজী ভাষার উপরও যথেষ্ট জোর দেওয়া হয়। এমনকি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ আকর্ষণ করার জন্য Motivational Class করানো হয়।
অন্যদিকে এখানকার অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের যথাসাধ্য পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা যথেষ্ট ভালো ফলাফল করে থাকে। আর এই কচিকাচা মিশনের সবথেকে বড়ো বিশেষত্ব হলো, এই মিশন হিন্দু-মুসলিম সকল ধর্মের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ এখানে একই ছাদের নীচে হিন্দু-মুসলিম উভয় ধর্মের শিক্ষার্থীরা মিলিত ভাবে পড়াশোনার সুযোগ পাচ্ছে।