অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল রাতে বাগুইআটিতে তিন তলা বাড়ির ছাদের এক তলার একাংশ ভেঙে ১ জন যুবক ভেতরেই আটকে পড়ে। মৃত যুবকের নাম দেবজ্যোতি মণ্ডল। বয়স ১৮ বছর। বাগুইআটির নজরুল পার্কের বাসিন্দা।
জানা গেছে, রাতেরবেলা হঠাৎ বাড়ির একতলার ছাদের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। যারা বাড়িতে ছিলেন, কোনো রকমে বাইরে বেরিয়ে আসেন। কিন্তু দেবজ্যোতি বেরোতে না পারায় ধ্বংসস্তূপে চাপা পড়ে গিয়েছিল। বাগুইআটি থানার পুলিশ ও দমকল বিভাগ খবর পেয়ে রাত থেকে উদ্ধারকাজ চালাচ্ছিল। তবে রাতেরবেলা বৃষ্টি পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়। এরপর আজ সকালবেলা টানা আট ঘন্টা পর ওই যুবককে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়।
তারপর নিকটবর্তী আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত দু’দিন ধরে কলকাতা সহ সংলগ্ন এলাকায় টানা বৃষ্টি চলছে। কখনো মুষলধারে, আবার কখনো ঝিরঝিরি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বৃষ্টির কারণে বাড়িটির ওই অংশ ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এদিকে এই মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।