চয়ন রায়ঃ কলকাতাঃ আগেও জেলে মহিলা বন্দিদের অবস্থা নিয়ে অভিযোগ উঠেছিল, মহিলারা জেলের মধ্যেই অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ছেন। এবার সামনে এলো আরো এক অভিযোগ যে, মহিলা বন্দিরা স্নানই করতে পারেন না। আইনজীবী তাপস ভঞ্জের করা জনস্বার্থ মামলায় এই অভিযোগ শুনে বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ উদ্বেগ প্রকাশ করে।
অভিযোগ উঠেছে, “মহিলা বন্দিদের খোলা জায়গায় স্নান করতে হয়। কেবলমাত্র মুখ-হাত ধোয়ার অনুমতি আছে।” ১৮৯৪ সালের জেল কোডে বলা আছে, ‘বন্দিরা শুধুমাত্র মুখ-হাত ধুতে পারবে। যদি গরম আবহাওয়া থাকে বা নোংরা কাজে হাত দিতে হয়, তাহলে বন্দিরা স্নানের অনুমতি পাবেন। তবে রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মহিলা বন্দিদের স্নানের জন্য আলাদা ঘেরা জায়গা আছে।’
Sponsored Ads
Display Your Ads Here
আদালতের পর্যবেক্ষণ, এই নিয়মে মহিলা বন্দিরা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। রাজ্যকে নিশ্চিত করতে হবে যে, বন্দিরা যেন সব অধিকার পায়। আর স্বাস্থ্যকর পরিবেশে থাকতে পারে ও পরিচ্ছন্নতা বজায় রাখতে পারে। সংবিধান মেনে ন্যুনতম সব সুযোগ সুবিধা দিতে হবে বলে হাইকোর্ট উল্লেখ করেছে। আপাতত বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চে সেই জনস্বার্থ মামলার শুনানি চলছে।
Sponsored Ads
Display Your Ads Here