নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নিজের লোকসভা কেন্দ্র হুগলীতে পরিদর্শনে এসেছিলেন। প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে গিয়ে হাসপাতালের অপরিচ্ছন্নতা নিয়ে নিজের অসন্তোষের কথা জানান। এমনকি চিকিৎসক মণিশঙ্কর মুখোপাধ্যায়কে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশও দেন। এরপরেই খন্যান প্রাথমিক বিদ্যালয়ে যান। আর সেখানেই খোদ ‘দিদি নম্বর ওয়ান’কে দিদিমণির ভূমিকায় দেখা যায়।
এদিন ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর কক্ষে প্রবেশ করে খুদে পড়ুয়াদের বেশ কয়েকটি প্রশ্ন করেন, যেমন- ‘যাত্রা’ বানান কি? ‘ভগবান’ বানান কি? সেইমতো পড়ুয়ারাও সমস্বরে উত্তর দিলে “ভাল ছেলে” বলে ব্যাখ্যা দেন। পরে বিদ্যালয়টি ঘুরে জানান, “বিদ্যালয় ঘরের চাঙর ভাঙা থাকায় সেগুলি সারাতে হবে। আর কয়েকটি অতিরিক্ত ঘরের প্রয়োজন রয়েছে। এছাড়া মিড ডে মিলের রান্নার বন্দোবস্ত অন্য জায়গায় হলে ভালো হত।”
Sponsored Ads
Display Your Ads Here
সবশেষে বিদ্যালয় পরিদর্শনের পর রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “সরকারী বিদ্যালয়ে ভালো পড়াশোনা হয়। এটা যাতে বজায় থাকে, সেটা ভালো ভাবে দেখা উচিত। আর ক্লাস ফাইভ অবধি বিদ্যালয়ে ভালোভাবে পড়াশোনা করানো গেলে কেউ স্কুলছুট হবে না। পড়াশোনা ছেড়ে অন্য কাজে যুক্ত হবে না। বরং, বড়ো বিদ্যালয়ে গিয়ে ক্লাস সিক্সে ভর্তি হবে। এমন ভাবেই পড়ুয়াদের তৈরী করতে হবে।”
Sponsored Ads
Display Your Ads Here